
Truth Of Bengal: রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চলতি আর্থিক বছরের বাজেট পেশ করছেন। এবারের বাজেট প্রস্তাবে সরকারি কর্মচারীদের জন্য সুখবর। চার শতাংশ ডিএ বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে এবারের বাজেটে। সরকারি কর্মচারীরা প্রত্যাশা করছিলেন এবারের বাজেটে তাদের জন্য সুখবর থাকার সম্ভাবনা রয়েছে। চলতি বছরের ১ এপ্রিল থেকে এই বর্ধিত ডিএ পাবেন সরকারি কর্মচারীরা।
সেই সুখবর শোনালেন অর্থমন্ত্রী। দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধির আবেদন করে আসছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন সরকার সাধ্যমত সব চেষ্টা করবে। কেন্দ্রীয় সরকার বাংলার একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে। রাজ্যে একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে সরকার।
কেন্দ্রীয় বঞ্চনার মাঝেও সব সরকারি প্রকল্প ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে রাজ্যে। তার মধ্যেও সরকারি কর্মচারীদের জন্য সব সময় বিশেষ ভাবনা আছে সরকারের। আর্থিকভাবে সচ্ছল রাখা যেমন দায়িত্ব তেমনি সরকারি কর্মচারীদের পাশে যে সরকার আছে সে কথা বারবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবারের বাজেটে তার প্রতিফলন ঘটল।