কলকাতা

ব্রিটানিয়া থাকছে রাজ্যেই, বাংলায় বাড়াবে ব্যবসা, জানান অমিত মিত্র

Britannia will stay in the state, will increase business in Bengal, said Amit Mitra

The Truth Of Bengal :   ব্রিটানিয়া বাংলা ছাড়ছে বলে চাউর হয়ে যায়। এই সংস্থার অফিস এবং কারখানা ছিল কলকাতার তারাতলা এলাকায়। সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে খবর ছড়ায়। বিজেপি নেতারা এই নিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়েন। বিরোধীদের অভিযোগ খণ্ডন করে অমিত মিত্র জানিয়েছেন, ব্রিটানিয়া কোম্পানির একজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বিদেশ থেকে ঘন্টা দুই আগে ফোন করেছিলেন।

তিনি জানিয়েছেন ব্রিটানিয়া কোম্পানি রাজ্যের প্রতি দায়বদ্ধ। এখন ব্রিটানিয়া কোম্পানি যে  ১ হাজার থেকে ১২০০ কোটি টাকার বিস্কুট তৈরী করছে যা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। ব্রিটানিয়া তাদের ব্যবসা রাজ্যে আরো শক্তিশালী করবে বলে স্পষ্ট করেছেন রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা। ফলে স্পষ্ট হয়, রেজিস্ট্রেশন অফিস কলকাতায় আছে, থাকবে। শেয়ার হোল্ডারদের মিটিং ও কলকাতায় হতো, হবে।

ওর পুরো টিম কলকাতায় এলে সরকার এর সঙ্গে এসে আলোচনা করবে কি ভাবে ব্যবসা আরো শক্তিশালী করা যায়।এই আবহে একটি সূত্রে প্রাপ্ত খবর, ব্রিটানিয়া সংস্থা আরও বড় আকারে লগ্নি করতে চলেছে দুর্গাপুরে। তবে রেজিস্টার্ড ঠিকানা হিসাবে রাখা হবে তারাতলার ইউনিট।