কলকাতা

স্কুলব্যাগে মিলল ‘বোমা-গুলি’, একবালপুরে চাঞ্চল্য

'Bombs' found in schoolbags, panic in Ekbalpur

The Truth of Bengal:  কলকাতার একবালপুরে স্কুলব্যাগ থেকে মিলল ‘বোমা-গুলি’। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একবালপুরের কার্ল মাক্স সরণির একটি বহুতল আবাসনের ছাদে উদ্ধার করা হয় একটি কালো রঙের স্কুল ব্যাগ। ব্যাগের মধ্যে সন্দেহজনক কিছু বস্তু আছে বলে অনুমান করা হচ্ছে।

পুরোনো শত্রুতার জেরে কেউ ব্যাগটি রেখে গেছে বলে দাবি করেন বাড়ির মালিক। কী ভাবে সকলের চোখের নজর এড়িয়ে বাড়ির ছাদে গেল ওই ব্যাগ, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ সূত্রে জানা গেছে, বোমা ও গুলি ভর্তি একটি স্কুল ব্যাগ পাওয়া যায় বাড়ির ছাদে। গোপন সূত্রে খবর পেয়ে ওই বহুতল আবাসনে অভিযান চালায় পুলিশ।

কিভাবে, কোথা থেকে বোমা-গুলি ভর্তি ব্যাগটি ওই বাড়ির ছাদে এল তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যাগটি বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষায় পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে একবালপুর থানার পুলিশ।

Related Articles