সাতসকালে রক্তাক্ত দেহ উদ্ধার আনন্দপুরে! চাঞ্চল্য গোটা এলাকায়
Body recovered at seven in the morning in Anandpur

Truth Of Bengal: আরজি কর কান্ড নিয়ে তোলপাড় রাজ্য থেকে দেশ। এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছে আমজনতা থেকে চিকিৎসক মহল। এই আবহে কলকাতার আনন্দপুর এলাকায় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে বুধবার সকাল ৬ টা নাগাদ প্রাতভ্রমণকারীদের প্রথম নজরে আসে দেহটি।
আনন্দপুরের নোনাডাঙা এলাকায় ঝোপের ধারে রক্তাক্ত অবস্থায় পড়েছিল দেহটি। ওই অজ্ঞাত মহিলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। প্রাতঃভ্রমণকারীরাই ঘটনায় আনন্দপুর থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ওই অজ্ঞাত মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই মহিলা স্থানীয় নন।
তারা মনে করছেন কেউ বা কারা তাকে খুন করে ভোরবেলার দিকে ঝোপে ফেলে রেখে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই পরিষ্কার হবে কিভাবে মৃত্যু হয়েছে ওই অজ্ঞাত মহিলার। পাশাপাশি পুলিশ আশেপাশের এলাকায় যত সিসিটিভি ক্যামেরা রয়েছে তার ফুটেজকে খতিয়ে দেখছে। এলাকাবাসীর অভিযোগ আনন্দপুর এ দিন দিন দুষ্কৃতি তাণ্ডব বেড়েই চলেছে। তারা জানিয়েছে যেখান থেকে দেহটি উদ্ধার হয়েছে সেখানে ঠিকমতো আলোর ব্যবস্থা নেই। এর আগেও ওই জায়গায় এমন ঘটনা ঘটেছে। পুলিশের নজরদারি নেই বলেও অভিযোগ স্থানীয়দের।
উল্লেখ্য, গত মাসে আরিফ খান নামে এক প্রোমোটারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছিল আনন্দপুর থানার পুলিশ। কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসা চলার সময় ওই প্রোমোটারের মৃত্যু হয়। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর প্রতিদ্বন্দ্বিতার কারণে আরেকটি ফোন করা হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আরও একটি দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।