কলকাতারাজ্যের খবর

রুবির মোড়ে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ, চাঞ্চল্য এলাকায়

Body of unidentified person recovered at Ruby intersection, sensitive area

Truth Of Bengal: রুবির কাছে যুবকের দেহ উদ্ধার, পাশে পড়ে স্কুটার! কী কারণে ওই যুবকের মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। পথ দুর্ঘটনার সম্ভাবনাও সম্পূর্ন উড়িয়ে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য দেহটি হাসপাতালে পাঠানো হয়েছে।

রুবির কাছে মন্দিরপাড়া এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার পুলিশ। দেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে একটি স্কুটারও। স্কুটারটি ওই যুবকের বলে অনুমান।

শহরের ব্যস্ত এলাকায় কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা ভাবাচ্ছে স্থানীয়দেরও। তবে তাঁরা জানিয়েছেন, মৃত যুবক এলাকার বাসিন্দা নন। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

Related Articles