কলকাতারাজনীতি

নবান্ন অভিযানে বিজেপির গভীর ষড়যন্ত্র রয়েছে, গুলি চালানোর প্ররোচনা ছড়ানো হচ্ছে,সরব তৃণমূল 

BJP has deep conspiracy in Navanna campaign

Truth of Bengal: নবান্ন অভিযানের নামে বিজেপি বাংলায় অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। বডি এবার পড়বেই। বিস্ফোরক ভিডিয়ো প্রকাশ করে সোচ্চার হল তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য ও জয়প্রকাশ মজুমদার একযোগে তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেন, এই অভিযানের পেছনে আরএসএস সহ বিভিন্ন সংগঠনের হাত রয়েছে। গুলি চালানোর জন্য প্ররোচনা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।

বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। কাউকে প্ররোচনায় পা না দেওয়ার   আবেদন জানানো হয়েছে তৃণমূলের তরফে।কুণাল ঘোষ প্রশ্ন তোলেন,সিবিআই তদন্ত করছে, সুপ্রিমকোর্টের নির্দেশ, তাহলে কেন, বিজেপি –আরএসএস  বাইরে থেকে লোক এনে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে ? কেন বেআইনিও অবৈধভাবে বহিরাগতদের এনে জমায়েত করা হচ্ছে ?

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানান, নতুন করে একটি সংগঠন ছাত্র সমাজ নাম দিয়ে এই অভিযানের ডাক দিয়েছে। কয়েকজন ছাত্রকে সামনে রেখে বিজেপি, আরএসএস এই অভিযানের পেছনে সহযোগিতা করছে। এমনকী, ছাত্র সমাজের যে তিনজন ব্যক্তি সামনে এসেছেন, তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন জয়প্রকাশ মজুমদার।

Related Articles