
The Truth Of Bengal: ২৪ শে ডিসেম্বর ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠান। লক্ষ কন্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, এই গীতাপাঠে আমন্ত্রণ জানানো হয় প্রধানমন্ত্রী এবং একইসঙ্গে রাষ্ট্রপতিকে।
বলা যায়, বাংলায় হিন্দুত্বের আবেগকে তুঙ্গে তুলতে একেবারে কোমর বেঁধেছে গেরুয়া বাহিনী। ২৪ শে ডিসেম্বর ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠান। লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর। বাজবে পঞ্চাশ হাজার শঙ্খও।
গীতাপাঠে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গীতাপাঠের অনুষ্ঠানে হাজির থাকছেন না রাষ্ট্রপতি। জানা যাচ্ছে, নিরাপত্তাজনিত কারণে দ্রৌপদী মুর্মু আসছেন না। জানিয়েছেন বৃহত্তর অনুষ্ঠানের আয়োজকরা। গীতাপাঠের অনুষ্ঠানে থাকবেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। থাকবেন আরএসএসের সংগঠক ও সাধু সন্ন্যাসীরা।
Free Access