কলকাতা
Trending

Big Breaking: লোকসভা নির্বাচনে মধ্যে নবান্ন ও রাজভবন উড়িয়ে দেওয়ার হুমকি

Big Breaking: Threat to blow up Nabanna and Raj Bhavan amid Lok Sabha elections

 The Truth Of  Bengal : নির্বাচনের মধ্যে  নবান্ন, রাজভবন উড়িয়ে দেওয়ার হুমকি। হুমকি দিয়ে ই-মেল এল। শুধু নবান্ন ও রাজভবন নয়, উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে জাদুঘর সহ নানা জায়গা। শুধু নবান্ন ও রাজভবন নয়, উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে জাদুঘর সহ নানা জায়গা। নাশকতার হুমকি দিয়ে ই-মেল তদন্তে লালবাজার। আইপি অ্যাড্রেস খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা সহ দেশের মোট ৫৮টি জায়গায় নাশকতার হুমকি দিয়ে এল ই-মেল। ই-মেলে ‘টেরোরাইজারস ১১১’ গ্রুপের উল্লেখ আছে।

মঙ্গলবার দুপুরে প্রায় একই সময় রাজ ভবন, কলকাতা জাদুঘর সহ বিভিন্ন দফতরে এই হুমকি ই-মেল এসে পৌঁছয়৷ সেখানে দাবি করা হয়, নবান্ন, রাজ ভবন, জাদুঘরে প্রচুর পরিমাণে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে৷ যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটিয়ে বহু মানুষের প্রাণহানির হুমকি দেওয়া হয় ওই ই-মেলে৷এই খবর পাওয়ার পরই কলকাতা পুলিশের এসটিএফ সক্রিয় হয়ে ওঠে৷ সর্বত্র পুলিশ কুকুর দিয়ে তল্লাশি শুরু করার পাশাপাশি নিরাপত্তাও বাড়ানো হয়েছে৷ পাশাপাশি, কোন আইপি অ্যাড্রেস থেকে এই হুমকি ই-মেল পাঠানো হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ একই ই-মেল আইডি থেকে সবকটি জায়গায় এই হুমকি ই-মেল পাঠানো হয়েছে বলে খবর৷ পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।

কিছুদিন আগেও ভারতীয় জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। তার কিছুদিন পর শহরের নামী কয়েকটি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। পরে জানা যায় আতঙ্ক ছড়াতে এমন হুমকি দেওয়া হয়েছিল।  আপাতত পুলিশ তল্লাশি করছে ।

 

 

Related Articles