জল সংরক্ষনে বাংলা হবে দেশের মডেল: পুলক রায়
Bengal will be a model for the country in water conservation: Pulak Roy

Truth Of Bengal: রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত হল দু’দিনব্যাপী দ্বিতীয় ‘অল ইন্ডিয়া স্টেট ওয়াটার কনফারেন্স’। ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত এই কনফারেন্সে সব রাজ্যের জলশক্তি মন্ত্রকের বিভিন্ন দফতরের আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন ওড়িশা, রাজস্থান, ত্রিপুরা-সহ বিভিন্ন রাজ্যের প্রতিনিধি ও মন্ত্রীরা।
এই কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। এই কনফারেন্সে প্রধানত আলোচনা হয়েছে, আগামী প্রজন্মের জন্য জল সংরক্ষণের বিষয়ে। নিজের ভাষণে বাংলার মন্ত্রী পুলক রায় বলেন, ‘আজ যেটা কেন্দ্র ভাবছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অনেক আগেই ভেবেছেন।
জল সংরক্ষণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জল ধরো জল ভরো প্রকল্প আগেই শুরু করেছেন। প্রাকৃতিকে রক্ষা করে কী ভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল সংরক্ষণ করা যায়, সেই বিষয়ে বাংলায় অনেক দিন আগে থেকেই কাজ শুরু হয়েছে। আর তার সুফল ইতিমধ্যেই পেতে শুরু করেছে গোটা রাজ্য। বাংলার মুখ্যমন্ত্রীর সুদূরপ্রসারা চিন্তা-ভাবনা রাজ্যের জল সংরক্ষণকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে।’ বাংলার এই জল মিশন গোটা দেশের কাছেই আগামী দিনে রোল মডেল হয়ে উঠবে বলে জানিয়েছেন উপস্থিত বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা।