গুজব না ছড়িয়ে সতর্ক থাকুন, পাশে থাকার বার্তা রাজ্য পুলিশের ডিজির
Be careful not to spread rumors, state police DG's message to stand by

Truth Of Bengal: রবিবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বাংলাদেশ বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে তিনটি দেশের সিমান্ত রয়েছে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমান্ত। পুলিশ পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। সীমান্ত এলাকায় নিরাপওায় কোন খামতি নেই। শান্তি বজায় রাখতে সব রকম পদক্ষেপ করা হচ্ছে। তবে কেন্দ্রকে খোঁচা দিয়ে তিনি বলেন সীমান্তে নিরাপওায় খামতি রয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে নীরব যোদ্ধা হয়ে কাজ করছে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ।
এদিনের সাংবাদিক বৈঠকে রাজীব কুমার আরও বলেন, গোপনে সারতে হবে সন্ত্রাস দমনের কাজ। পুলিশের প্রতি আস্থা রাখতে হবে। বাংলাদেশ বিশৃঙ্খলা পরিস্থিতি। রাজ্য পুলিশে তত্ত্বের ভিত্তিতে কাশ্মীরি জঙ্গী গ্রেফতার। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাজ্য পুলিশ তৎপর। সোশ্যাল মিডিয়াকে অনেক কিছু ছড়ানো হচ্ছে কিন্তু আমাদের শান্ত থাকতে হবে। সাধারণ মানুষ যদি কোন তথ্য পান আমাদের দিন।
সঙ্গে যোগ করেন, রাজ্য শান্তি-শৃঙ্খলা রাখতে সবরকম পদক্ষেপ করছে কলকাতা পুলিশ। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমান্ত যুক্ত রয়েছে রাজ্য পুলিশের এইচএফ এর তত্ত্বের ভিত্তিতে গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি। প্রতিবেশী দেশের অস্থিরতার সুযোগ নিয়ে রাজ্যে সমস্যা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যারা সমস্যা তৈরি করার চেষ্টা করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। কলকাতা পুলিশ ও রাজ্যে পুলিশের দুর্দান্ত সাফল্য। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের ট্রাক রেকর্ড দুর্দান্ত।