কলকাতা

বাংলার লোকশিল্প ও পটচিত্র নিয়ে প্রদর্শনী ‘বঙ্গ চারুকথা’

'Banga Charuktha' exhibition on Bengali folk art and Patachitra

Truth Of Bengal: চারুকলা শিল্প পরিবার আয়োজিত বাংলার প্রখ্যাত চিত্রশিল্পী শ্রী যামিনী রায়ের ১৩৮ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বাংলার লোকশিল্প ও পটচিত্র নিয়ে বিশেষ চিত্র ও হস্তশিল্পের প্রদর্শনী ‘বঙ্গ চারুকথা’ অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ কলকাতার গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার প্রদর্শনী কক্ষে।

মোট ৬৫জন চিত্রশিল্পী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন । ৮ই এপ্রিল থেকে ১১ই এপ্রিল ২০২৫ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা অবধি এই প্রদর্শনী চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করেন মিশনের মিউজিয়ামের বর্তমান দায়িত্বপ্রাপ্ত মহারাজ, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শ্রী সুমন ভট্টাচার্য্য, ভাস্কর্য্যশিল্পী শ্রী বিমান নাগ। চারুকলা শিল্প পরিবারের অন্যান্য প্রশাসকমন্ডলী সহ সদস্য – সদস্যারাও উপস্থিত ছিলেন। বাংলার চিত্রকলা ও বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখাই তাদের একমাত্র লক্ষ্য বলে জানান শিল্প পরিবারের কর্ণধার রাজদীপ দাস।

Related Articles