বাগুইআটি ট্রলি কান্ড: কীভাবে খুন তরুনী? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
Baguiati trolley case: How was the young woman murdered? Sensational information in the investigation

Truth Of Bengal: বাগুইআটিতে ট্রলির মধ্যে মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে সামনে এল নতুন তথ্য। মূলত সম্পর্কের টানা পড়েনে এই খুন বলে অনুমান। স্বামী, সন্তানকে ছেড়ে দীর্ঘদিন ধরে প্রেমিকের সঙ্গে বারাসাতে থাকতেন মৃত মহিলা। কিন্তু পরবর্তী সময়ে উভয়ের মধ্যে ঝামেলা-মারধরের ঘটনা ঘটে। তারপরেই প্রেমিকের হাতে তরুণী খুন হন।
তবে প্রমাণ লোপাটের জন্য দেহটিকে ট্রলিতে ভরে ফেলে দেয়ার চক্রান্ত করেছিল মূল অভিযুক্ত প্রেমিক। তবে ঘটনাটি ঘটিয়ে শেষ রক্ষা হয়নি এবার পুলিশের জালে মূল অভিযুক্ত। ঘটনার সময় দেশবন্ধু নগরে জঙ্গল ঘেরা একটি পরিত্যক্ত জায়গায় কালো রঙের ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। জানা গিয়েছে তরুণীর নাম রিয়া ধর মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।
সোশ্যাল মিডিয়ায় বারাসাতের বাসিন্দা কৌশিকের সাথে তার পরিচয় হয় বলে জানা যায়। সাময়িক কথাবার্তা তারপর ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরের ওই তরুণী। কিছুদিন ধরেই বারাসাতের একটি আবাসনে থাকতেন ওই যুবক যুবতী। অভিযুক্ত কৌশিকের বিরুদ্ধে অভিযোগ শ্বাসরোধ করে তাকে খুন করা হয় তারপর প্রমাণ লোপাটের জন্য তার দেহটি ট্রলিতে ভরে অন্যত্র ফেলে দেওয়ার পরিকল্পনা করেন তিনি।
ট্রলি কান্ডের তদন্তে নেমে ক্যাপ চালককে জিজ্ঞাসাবাদ করার পর কৌশিক নামে এই ব্যক্তির সন্ধান পায় তদন্তকারী আধিকারিকরা। ঘটনার নেপথ্যে আরও কোন কারণ আছে কিনা খতিয়ে দিচ্ছে পুলিশ।