শুক্রবার থেকে শুরু বিশেষ মেট্রো, রাত এগারোটাতেও মিলবে মেট্রো পরিষেবা
Authorities have decided to extend the timing of Metro services in Kolkata

The Truth of Bengal: নিত্যযাত্রীদের শেষ মেট্রো ধরার দৌড়ে আর নয়। এবার কলকাতায় মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। এখন থেকে রাত ১১টাতেও মিলবে মেট্রো। শুক্রবার থেকে রাতে পরীক্ষামূলক ভাবে বিশেষ মেট্রো, সোমবার থেকে শুক্রবার বিশেষ মেট্রো পরিষেবা। রাত এগারোটায় পরীক্ষামূলকভাবে দুই প্রান্তিক স্টেশনের মেট্রো। যাত্রাপথে মেট্রো সমস্ত স্টেশনে থামবে।
প্রতিটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার খোলা থাকবে। বাণিজ্যিক সাফল্য এলে নিয়মিত পরিষেবা। শুক্রবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, এখন থেকে রাত ১১টাতেও একটি মেট্রো ছাড়বে। তবে দমদম এবং কবি সুভাষ থেকে। দু’টি মেট্রোই সব স্টেশনে দাঁড়াবে। শনি ও রবিবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন রাত ১১টায় শেষ মেট্রো ছাড়বে কবি সুভাষ ও দমদম থেকে।
প্রসঙ্গত, কিছু দিন আগেই শেষ মেট্রোর সময় বাড়ানো নিয়ে মেট্রো রেলকে বিবেচনা করতে বলেছিল কলকাতা হাই কোর্ট। অফিসযাত্রীদের কথা মাথায় রেখে রাতেও মেট্রো পরিষেবা চালুর আর্জি জানিয়ে একটি মামলা হয় উচ্চ আদালতে। আবেদনকারীর আর্জি শুনে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘‘এটি খুবই প্রয়োজনীয় আবেদন। যাত্রীদের কথা চিন্তা মেট্রোকে এ নিয়ে বিবেচনা করতে হবে।’’