কলকাতা

বিধানসভায় হাজিরা বাধ্যতা মূলক, উপস্থিত খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

Assembly

The Truth of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো বিধানসভায় চালু হল হাজিরা খাতা।শুক্রবার  মন্ত্রী-বিধায়করা খাতায় সই করে গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করেন।পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়,বলেন,বিধানসভায় উপস্থিতির হার কম ছিল।স্পিকার  বারবার বলা সত্বেও ছবিটা বদলায়নি। তাই বাদল অধিবেশনে  নিয়ম করে দেওয়া হল  জনপ্রতিনিধিদের অ্যাটেনডেন্সসিটে স্বাক্ষর করা।এখন ৭দিন অন্তর এই অ্যাটেনডেন্স রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়বে।ওয়ার্ক কালচার বাড়ানোর মতোই জনপ্রতিনিধিদের এই  হাজিরা বিধি, শাসক-বিরোধী আলোচনাকে আরও  সমৃদ্ধ করবে বলে আশা পরিষদীয় মন্ত্রীর।

বাদল অধিবেশনে বাংলা দিবস প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নেননি ৪২ জন তৃণমূল বিধায়ক। ভোটাভুটিতে ১৬৭-৬২ ভোটে পাশ হয় প্রস্তাব। তৃণমূলের ২১৬ জন বিধায়ক থাকলেও, এতজন বিধায়কের ভোটাভুটিতে অনুপস্থিত থাকা নিয়ে প্রশ্ন ওঠে। ওই ইস্যুতে ভোটাভুটিতে বিধায়কদের অনুপস্থিতি নজর কাড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও  এই ঘটনায় ক্ষুব্ধ হন।অসুস্থ হলে আলাদা কথা,সুস্থ থাকলে কেন বিধায়করা বিধানসভায় হাজির থাকবেন না তা নিয়ে বৃহস্পতিবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায়  প্রশ্ন তোলেন।

এরমাঝে তৃণমূলের  শৃঙ্খলারক্ষা কমিটি বৈঠকে ঠিক করে,বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক করা হবে।শুক্রবার থেকে শুরু হল শীতকালীন  অধিবেশন। জোড়া বিলে জোর দেওয়া হচ্ছে।মন্ত্রী-বিধায়কদের বেতনবৃদ্ধির জন্য পাস হবে আইন।  জি এস টি সহ নান বিষয়ক বিল এই অধিবেশনে পেশ করার কথা।অধিবেশনে বিরোধীরা সরকার পক্ষকে। বিধায়ক-মন্ত্রীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানান।হাসিমুখে মেনে নেন বিধানসভায় উপস্থিতি বাধ্যতামূলক করার বিষয়টি।এখন মুখ্যমন্ত্রী ৭দিনের অ্যাটেনডেন্স রিপোর্ট পর্যালোচনা করে দেখবেন। তারপর তৃণমূল কংগ্রেসের বিধায়কদের পারফরমেন্স বিচার করা হবে বলে জানা যাচ্ছে।ক্যামেরায় দেবরাজ দত্তে র সঙ্গে বিকাশ ঘোষ।

Free Access

Related Articles