কলকাতারাজ্যের খবর

আইনজীবীর বাড়িতে আগুন লাগানোর চেষ্টা, আহত অভিযুক্ত

Attempt to set fire to lawyer's house, accused injured

Truth Of Bengal: ডানলপে আইনজীবীকে পুড়িয়ে মারার চেষ্টা। মামলা ধামাচাপা দিতে আইনজীবীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে। কিন্তু সেই আগুনে ঝলসে যান এক অভিযুক্ত। এরপর ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে।

বিক্রম সিং নামের ওই আইনজীবীর বাড়ি ডানলপের সোনালী মার্কেটে। এদিন তার বাড়ির জানালা দিয়ে বাড়ির ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, স্থানীয় খালসা স্কুলের এক শিক্ষিকার আত্মঘাতী হওয়ার মামলায় আইনজীবী ছিলেন বিক্রম সিং। গত ৫ ডিসেম্বর ডানলপ মোড়ের কাছে শিক্ষিকা যশবীর কাউর আত্মঘাতী হয়েছিলেন। বিক্রম সিংয়ের পরিবারের দাবি, ওই মামলায় মূল অভিযুক্ত খাজান সিংই ওই ঘটনা ঘটিয়েছেন।

আরও জানা যায়, ওই আইনজীবীর ঘরে এসিতে আগুনে লেগে যায়। তারপরই ওই এসিতে বিস্ফোরণ ঘটে। তারা থেকেই ওই অভিযুক্তের গায়ে আগুন ধরে যায়। তার জেরে ঝলসে যায় ওই অভিযুক্তের দেহ। এমনই দাবি আইনজীবীর পরিবারের।এরপর ওই আগুন থেকে বাঁচতে ওই ব্যক্তি প্রথমে ছাদে চলে যান। সেখানে গিয়ে একটি চৌবাচ্চায় লাফ দিয়ে আগুন নেভান ও পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তকে আগেই ওই আইনজীবীর ঘরের আশেপাশে দেখা গিয়েছিল। পরিবারের এক সদস্য বলেন, দাদার বাড়িতে আগুন লেগেছে শুনতে পেয়ে আমরা ছুটে এলাম। দেখছি আগুন জ্বলছে। এরপর খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডে। তারা মনে করছে খাজান সিংয়ের কোনও রাগ থেকেই এই কাজ করেছে।

Related Articles