বর্ষশেষে ‘বদলাচ্ছে’ কলকাতার রাস্তা! কোথায় পার্কিং নিষেধ, কোনটা ওয়ান ওয়ে জানুন
At the end of the year, the streets of Kolkata are 'changing'! Know where parking is prohibited, which is one way

Truth Of Bengal: পথে হোক বা সোশ্যাল মিডিয়ায়, জনসাধারণের প্রতি সচেতনতার বার্তা দিতে কলকাতা পুলিশ সবসময় এগিয়ে। ২০২৪ সালের শেষদিনে, শহরের সুরক্ষার প্রচারে তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গেল নতুনত্বের ছাপ। ঠিক যেন কোনো পার্টির আমন্ত্রণপত্র! তবে এর আড়ালে রয়েছে গুরুত্বপূর্ণ বার্তা—বর্ষবিদায়ের উদ্যাপনে যতই মেতে উঠুন, ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। নইলে পুলিশের ‘অতিথি’ হতে হতে পারে, যা নিশ্চয়ই কেউ চান না।
‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির আওতায় এবারের বার্তা দেওয়া হয়েছে। ফেসবুকে প্রকাশিত পোস্টে এক অভিনব আমন্ত্রণপত্রের আকারে সতর্কতা দেখানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, শহরের পথে ট্রাফিক পুলিশের কড়া নজর থাকবে। বেপরোয়া গতিতে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, হেলমেট ছাড়া বাইক চালানো কিংবা সিগন্যাল ভাঙার মতো নিয়মভঙ্গ করলে পুলিশি পদক্ষেপ অবশ্যম্ভাবী।
কলকাতা পুলিশের সূত্র জানাচ্ছে, বর্ষশেষ ও নববর্ষ উদ্যাপনের সময় শহরের অতিরিক্ত ভিড় সামাল দিতে প্রায় সাড়ে ৪ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। থাকবে ফ্লাইং স্কোয়াড, ওয়াচ টাওয়ার, এবং অতিরিক্ত টহলদার বাহিনী। রাতভর শহরের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের কড়া নজরদারি চলবে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
জনসাধারণের সুরক্ষার জন্য কলকাতা পুলিশের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। বর্ষবিদায়ের রাত সুরক্ষিত এবং আনন্দময় করতে শহরবাসীর সহযোগিতাও বিশেষ প্রয়োজন।