কলকাতা

নারী নির্যাতন ইস্যুতে উত্তাল বিধানসভা, বিজেপি বিধায়কদের ওয়াকআউট

Assembly uproar over violence against women, BJP MLAs walk out

Truth Of Bengal: নারী নির্যাতন ইস্যুতে বিজেপির মুলতুবি প্রস্তাবকে কেন্দ্র করে বুধবার উত্তাল হয়ে উঠল পশ্চিমবঙ্গ বিধানসভা। বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের অভিযোগ, তাঁকে বক্তব্য রাখার সুযোগ না দিয়ে মাইক বন্ধ করে দেওয়া হয়। এরপরই ক্ষুব্ধ বিজেপি বিধায়করা অধিবেশন থেকে ওয়াকআউট করেন এবং বিধানসভার গেটের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে শামিল হন।

২৫ নভেম্বর থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশনের এদিন ছিল তৃতীয় দিন। বিজেপি আর জি কর হাসপাতালের ঘটনায় এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলা নারী নির্যাতনের ঘটনাগুলোর প্রতিবাদে মুলতুবি প্রস্তাব এনেছিল। কিন্তু তাঁদের প্রস্তাব নিয়ে আলোচনার অনুমতি দেওয়া হয়নি। বিজেপি বিধায়করা অভিযোগ করেছেন, তাঁদের বক্তব্য শোনার পরিবর্তে তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার প্রতিবাদে অধিবেশন কক্ষ ত্যাগ করে স্পিকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা শংকর ঘোষ। বিধানসভার গেটের বাইরে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি বিধায়করা।

আর জি কর কাণ্ডে ইতিমধ্যেই উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। মঙ্গলবার আর জি কর কাণ্ডে নির্যাতিত অভয়ার বাবা-মা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে ন্যায়ের আর্জি জানিয়েছিলেন। তাঁদের এই দাবি নিয়ে আলোচনা করার সুযোগ চেয়েছিল বিজেপি। কিন্তু তা সম্ভব হয়নি।

নারী নির্যাতন ইস্যুতে বিধানসভার উত্তপ্ত পরিবেশ রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনে এ বিষয়ে আরও তীব্র আন্দোলনের পথে হাঁটতে পারে বিজেপি, এমনই ইঙ্গিত মিলেছে।

Related Articles