কলকাতা
Trending

শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, অ্যাক্রোপলিস মলে আগুন

Another terrible fire in the city, fire in the Acropolis mall

The Truth Of Bengal : শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। অ্যাক্রোপলিস মলের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে   ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। ওই মলের ফুড কোর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। দিনের ব্যস্ত সময়ে অ্যাক্রপলিস মলে ছিল যথেষ্টই ভিড়। সেই সময়ই ধোঁয়া উঠতে দেখা যায়। সেই সময় ওই মলে যারা ছিলেন দৌড়ঝাঁপ শুরু করে দেন। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগায়।

দক্ষিণ কলকাতার কসবায় এই শপিং মলটি রয়েছে। বহু মানুষ মলের বিভিন্ন প্রতিষ্ঠানে সেই সময় হাজির ছিলেন। মলের ভিতর থাকা বিভিন্ন বিপনিতে ছিল ভিড়। অ্যাক্রপলিস মলের ফুড কোর্টে অনেকেই পছন্দের খাবার খেতে ঢুকেছিলেন। হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখে মল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ।চারদিন আগেই কলকাতার পার্কস্ট্রিট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

সেই ঘটনার রিস্ক কাটতে না কাটতেই শুক্রবার দিনের ব্যস্ত সময়ে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে।রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন ঘটনাস্থলে ১৫ টি  ইঞ্জিন খবর পেয়েই পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে নেমে পড়েন দমকল কর্মীরা।গলগল করে বেরোচ্ছে ধোঁয়া। কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। ওই শপিংমলের ভিতরে অক্সিজেন মাস্ক পরে ঢুকেছেন দমকল কর্মীরা। আগুনের উৎস সন্ধান চলছে। কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ার কারণে অন্ধকার হয়ে গিয়েছে শপিংমলের ভিতর। হাইড্রোলিক ল্যাডার নিয়ে আসা হয়েছে আগুন নেভানোর কাজে। দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়ছে। আগুন ওই মলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে।ব্যাপক ক্ষতি হয়েছে অ্যাক্রোপলিস মলে। ঘটনাস্থলে পৌঁছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। কিভাবে এই আগুন লাগল তা তদন্ত করে দেখা হবে জানিয়েছেন দমকল মন্ত্রী। ফরেন্সিক রিপোর্টে বোঝা যাবে আগুন লাগার সঠিক কারণ। অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা খতিয়ে দেখবে তদন্তকারী টিম। যদি কোন গাফিলতি থেকে থাকে কড়া পদক্ষেপে নেওয়া হবে জানিয়েছেন মন্ত্রী।শপিংমলে একটি বইয়ের দোকানে প্রথম আগুন লাগে বলে জানা গিয়েছে। পরে সেই আগুন ছড়িয়ে পরে ফুড কোর্টে। পরবর্তীতে অন্যান্য বিপণিতেও ছড়িয়ে পরে আগুন। শপিং মলের স্কাই ও লিফটে আগুন ছড়িয়ে পরে।

 

Related Articles