ফের মেট্রোতে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত ট্রেন চলাচল
Another suicide attempt in the metro! Train services disrupted

Truth Of Bengal: ফের মেট্রো স্টেশানে আত্মহত্যার চেষ্টা। এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ চাঁদনী চক মেট্রো স্টেশানে আত্মহত্যার চেষ্টা করেন এক প্রৌঢ়। মেট্রোটি কবি সুভাস থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিল, সে সময় ওই প্রৌঢ় ট্রেনের সামনে ঝাঁপ দেয় বলে জানা গিয়েছে। এর জেরে ব্যাহত হয় মেট্রো চলাচল। বর্তমানে দক্ষিনেশ্বর থেকে গিরিশপার্ক আর ময়দান থেকে কবি সুভাস মেট্রো চলাচল করছে। কিন্তু বোকি স্টেশনগুলিতে চলছে না মেট্রো।
ফের মেট্রোতে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত ট্রেন চলাচল pic.twitter.com/EevhO9Lsr6
— TOB DIGITAL (@DigitalTob) January 6, 2025
বারংবার মেট্রো স্টেশানে এভাবে আত্মহত্যার চেষ্টা চালানোর জেরে যাত্রী থেকে শুরু করে মেট্রো কর্তৃপক্ষও নাজেহাল। এর আগে আত্মহত্যা রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কোথাও গার্ডরেল, কোথাও বা বিভিন্ন সচেতন বার্তার নেমপ্লেট দেওয়া হয়েছে। কিন্তু তাও থামছে না আত্মহত্যার ছক। এবার মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে কোন নতুন পদক্ষেপ নেবে কিনা তা দেখার।