কলকাতা
ফের আত্মহত্যার চেষ্টা মেট্রোয়, ব্যাহত পরিষেবা
Another suicide attempt in Metro, services disrupted

Truth Of Bengal: ফের আত্মহত্যার চেষ্টা মেট্রোয়। ব্যাহত আপ-ডাউনের মেট্রো পরিষেবা। জানা যাচ্ছে, সোমবার কবি সুভাষ–দক্ষিণেশ্বর লাইনের ট্র্যাকে চলন্ত রেকের সামনে ঝাঁপ মারেন এক যাত্রী। সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে আপ লাইনে এই ঘটনা ঘটেছে। এদিন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাছে এক ব্যক্তি ঝাঁপ মারেন। ফলে থার্ড লাইনে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
ফের আত্মহত্যার চেষ্টা মেট্রোয়, ব্যাহত পরিষেবা pic.twitter.com/z908ubcxW9
— TOB DIGITAL (@DigitalTob) February 10, 2025
এই ঘটনায় বাড়ি ফেরার সময় এমন ঘটনায় চরম ভোগান্তিতে যাত্রীরা। এই নিয়ে শহর কলকাতায় একের পর এক মেট্রোতে আত্মহত্যার ঘটনায় উদ্বিগ্ন কলকাতা মেট্রোর কর্তারা।