কলকাতা

আমহার্স্ট স্ট্রিটে ব্যবসায়ীর রহস্যমৃত্যু ঘিরে চরম উত্তেজনা

amherst street police allegedly beat young man to death

The Truth of Bengal: আমহার্স্ট স্ট্রিট থানায় এক ব্যবসায়ীর রহস্যমৃত্যু। জানা গিয়েছে, অশোক সাউ নামে ওই ব্যবসায়ীকে জেরার জন্য থানায় ডাকা হয়, তার কয়েক ঘণ্টা পরেই থানা থেকে উদ্ধার ওই ব্যবসায়ীর দেহ। পরিবারের অভিযোগ, জেরা চলাকালীন তাঁকে মারধর করা হয়। যার ফলে মৃ্ত্যু ঘটে তাঁর। তারপরেই অভিযুক্তদের শাস্তির কলেজ স্ট্রিট অবরোধ করে ওই ব্যবসায়ীর পরিবার। জানা যাচ্ছে, দিন কয়েক আগে একটি মোবাইল কিনেছিলেন ওই যুবক অশোক সাউ।

এর কিছুদিন পরই আমহার্স্ট স্ট্রিট থানা থেকে ফোন করে মোবাইল ফেরত দেওয়ার নির্দেশ দেয়। জানানো হয়েছিল, এটা চুরির মোবাইল। এদিন সেই সূত্রেই থানায় এসেছিলেন অশোক। পরিবারের তরফে জানানো হয়েছে, বিজেপি নেতা মদন গুপ্ত তাঁকে থানায় যেতে বলেছিলেন এদিন। পুলিশ সূত্রে খবর, থানায় কথা বলতে বলতে আচমকাই অচৈতন্য অবস্থায় পড়ে যায়। থানার মধ্যেই জ্ঞান হারান তিনি। তখনই তড়িঘড়ি তাঁকে থানার পুলিশরা উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তখন চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার-পরিজন।

এরপরেই শুরু হয় বিক্ষোভ। ইতিমধ্যেই এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মতে, পশ্চিমবঙ্গে পুলিশের কাজকর্ম ক্রমশ খুব বিতর্কিত হয়ে যাচ্ছে। সিপিএম আমলে পুলিশকে ব্যাবহার করা হতো। কিন্তু এখন গোটাটাই পুলিশ করছে। এই ঘটনার পিছনে কি রহস্য রয়েছে? তদন্ত হওয়া প্রয়োজন। মানুষ ভয়ে আছে।

Free Access

Related Articles