কলকাতা

ফিল্মি কায়দায় স্ত্রীকে খুনের অভিযোগ, হাড়হিম করা ঘটনায় তোলপাড়

Allegation of murder of wife in filmy style, murder incident stirs uproar

The Truth of Bengal: সল্টলেকের জিসি ব্লকে হাড়হিম করা ঘটনায় শোরগোল। মৃত যদুনাথ মিত্রের স্ত্রী মন্দিরা মিত্রের দেহ উদ্ধার করে পুলিশ। কি করে মৃত্যু হল তার তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে, যদুনাথ মিত্রকে চিকিত্সার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশের অনুমান,স্ত্রীকে খুনের চেষ্টা করেছিলেন যদুনাথ মিত্র। আত্মহত্যা না অন্যকোনও কারণে এই ঘটনা তাই নিয়ে অনুসন্ধান করে দেখছে তদন্তকারী আধিকারিকরা।

সল্টলেকের জিসি ব্লকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় জোরালো চাঞ্চল্য ছড়িয়েছে।খুন না আত্মহত্যা সেই   রহস্যের জট কাটাতে পুলিশ বেশ তত্পর। স্থানীয়রা জানান,  সল্টলেকের জিসি ব্লকের বাসিন্দা যদুনাথ মিত্র ও মন্দিরা মিত্র। যদুনাথ মিত্রের বয়স প্রায় ৭৮ বছর। বৃদ্ধ দম্পতি বাড়িতে একাই থাকতেন। বুধবার সকালে হাড়হিম করা দৃশ্য সামনে আসে। দেখা যায়, লিভিং রুমে অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন যদুনাথ মিত্র। এদিকে বাথরুমে মেলে মন্দিরাদেবীর রক্তাক্ত দেহ। দেহের পাশে মেলে রক্তমাখা ছুরি।তাই রহস্য ঘনিভূত হয়।পুলিশের অনুমান,স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেন প্রাক্তন সেনাকর্মী যদুনাথ মিত্র।দমকল মন্ত্রী সুজিত বোস,এই ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশকে  তদন্তের নির্দেশ দেন।

একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের এই পরিণতি কেন হল ? সত্যিই কি যদুনাথ মিত্র স্ত্রী মন্দিরা দেবীকে হত্যার চেষ্টা করেন ? নাকি অন্যকোনও কারণে এই করুণ পরিণতি তার কিনারা করতে তত্পর পুলিশ।ঘটনার সত্যাসত্য খুঁজে বের করতে তদন্তকারীরা কোনও  সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না।যাঁরা প্রায়দিন আসতেন বা নিকটজন রয়েছেন তাঁদেরও প্রয়োজনে স্ক্যানারে আনতে পারে পুলিশ। এখনও হাসপাতালে চিকিত্সা চলছে যদুনাথ মিত্রের।কে কারা এই বাড়িতে যেতেন বা অন্যকোনও বিষয় রয়েছে কিনা তাও পুলিশ গভীরে ঢুকে কিনারা করার চেষ্টায় রয়েছে।

Related Articles