কলকাতা

দ্রুত সমস্ত প্রকল্পের কাজ শেষ করতে হবে, নির্দেশ মুখ্য সচিবের

All projects must be completed quickly, orders Chief Secretary

Truth Of Bengal: জয় চক্রবর্তী: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন প্রকল্পের কাজ শেষ করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্য সচিব মনোজ পন্থ শনিবার নবান্নতে ১২টি দপ্তর কে নিয়ে বৈঠক করেছেন।

সেই বৈঠকেই প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। পাশাপাশি জাল ওষুধ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জেলার বিভিন্ন জায়গা থেকে জাল ওষুধের হদিস পাওয়া গিয়েছিল। বিষয়টি নিয়ে আরও কড়া পদক্ষেপের নির্দেশ। ‌পাশাপাশি বালি খাদান নিয়ে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

Related Articles