
The Truth Of Bengal : আবহাওয়ার রদবদলে নাজেহাল রাজ্যবাসী। দোলের দিন থেকে শুরু হয়েছে রাজ্যে দুর্যোগ। উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে , আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তরের তরফ জানানো হয়েছে , বুধবার বীরভূম, মুর্শিদাবাদ , নদিয়া , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম , উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিসে তরফ থেকে আরও জানানো হয়েছে , বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমনই বৃষ্টির আবহাওয়া থাকবে
। এছাড়া বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আর এই আবহাওয়ার রদ বদলের জন্য আগামী দু তিন দিন তাপমাত্রা প্রায় ৩৬ – ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও পশ্চিমী ঝঞ্ঝার ফলে কয়েকদিন বৃষ্টিপাত হবে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে।
Free Access