কলকাতা

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে অভিযান আধিকারিকদের, দাম কমল ২০ থেকে ৩০ শতাংশ

After the chief minister's orders to raid the market, the prices fell by 20 to 30 percent

The Truth of Bengal: সব্জির দাম কমাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০দিনের মধ্যে দাম কমানোর জন্য নির্দেশ দেন। তাই অসাধু ব্যবসায়ীদের অহেতুক দাম বাড়ানোর বিরুদ্ধে শহরে অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট বিভাগও পুলিশ। ছিলেন এসটিএফও সিআইডির কর্তারা। শিয়ালদার কোলে মার্কেটের মতোই ভিআইপি বাজার বা কাঁকুড়গাছির মতোই খুচরো বাজারেও হানা দেয় নজরদাররা। হানাদারির ফলে সব্জির দর কমেছে ২০থেকে ৩০শতাংশ।

মূল্যবৃদ্ধির জন্য অসহনীয় অবস্থা তৈরি হয়েছে। দিনের পর দিন বেড়ে চলে জিনিসের দাম।দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে অনেক গুণ। তাই জনস্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাম কমাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।তিনি টার্গেট বেঁধে দিয়েছেন,১০দিনের মধ্যে নিত্য ব্যবহার্য শাক-সব্জির দাম কমাতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যজুড়ে অভিযানে নামে প্রশাসন। বাজারে হানা দেয় এনফোর্সমেন্ট বিভাগও পুলিশ। ছিলেন এসটিএফও সিআইডির কর্তারা। শিয়ালদার কোলে মার্কেটের মতোই  কাঁকুড়গাছির ভিআইপি মার্কেটের বাজারদর  আঁচ করার চেষ্টা করেন স্পেশাল টিম। কেন বাড়ছে আলু-পটল-বেগুন,করলা বা টম্যাটোর দাম। লেনদেনের প্রাণকেন্দ্রে পৌঁছে গিয়েছিল বাংলা জাগোর টিম। দেখা যায়,সব্জি অনুযায়ী দাম কতটা বেড়েছে ? কে বাড়ছে তাই নিয়ে টাস্ক ফোর্সের সদস্যরা জানার চেষ্টা করে গ্রাউন্ড জিরোয় দাঁড়িয়ে।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বুধবার সকাল ৯ টার সময়, কাঁকুড়গাছি  ভি আই পি মার্কেট পরিদর্শন করে টাস্ক ফোর্স এবং এনফোর্সেন্ট ব্রাঞ্চের আধিকারকেরা। খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তাঁরা। দাম জানতে চান। বিক্রেতাদের বক্তব্য, আসলে সব্জির দাম সরকারের হাতে থাকে না। প্রকৃতির কাছে সকলেই অসহায়। প্রবল গরমে গাছ মরে  যাওয়ায় সব্জির উৎপাদন কমে যায়। তাই সবরকমের সব্জির দাম বেড়ে গিয়েছিল। এখন যেহেতু পরিমাণ মতো বৃষ্টি হচ্ছে, উৎপাদনও ধীরে ধীরে বাড়ছে, তাই সব্জির দাম কমতে শুরু করেছে। টাস্কফোর্সের সদস্যরাও বলছেন,আশা করি দাম কমবে।এরপর একটি রিপোর্ট তারা তৈরি করবেন। সেই রিপোর্ট নবান্নে পাঠানো হবে। সেখানে খতিয়ে দেখা হবে যাবতীয় রিপোর্ট।বাজারের বিক্রেতাদের মতোই ক্রেতারাও বলছেন,এক ধাক্কায় এক একটি আনাজের দাম প্রতি কেজিতে ২০-৩০ টাকা পর্যন্ত কমে গিয়েছে।

Related Articles