কলকাতা

বউবাজারের পর সল্টলেক, পরপর ২ দিনে শহরে ‘গণপিটুনি’র বলি ২

After Boubazar, Salt Lake, 2 consecutive days of 'mass beating' in the city

The Truth of Bengal: পরপর ২ দিনে শহরে গণপিটুনির বলি ২। কলকাতার বউবাজারের পর এবার সল্টলেক। সল্টলেকের পোলেন আইটে গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃত যুবক ওই এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম প্রসেন মন্ডল। বছর ২২-র এই যুবকের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ ওঠে। মোবাইল চোর সন্দেহে ২২ বছরের ওই যুবককে এলোপাথাড়ি পেটায় ওই এলাকার কিছু মানুষ। ঘটনার খবর পেয়েই ছুটে আসে পুলিশ বাহিনী। উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। গণপিটুনিতে যুবকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সরাসরি ওই যুবককে মারধর করেছে বলে অভিযোগ। বাকি অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে। শুক্রবার বউবাজারের হোস্টেলে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ ওঠে।

সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বউবাজারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সল্টলেকে উত্তেজিত জনতার মারে মৃত্যু হল এক যুবকের। পর পর দু’দিনে গনপিটুনির বলি ২। এই নিয়ে এবার সচেতনতার রাস্তায় নামতে চলেছে পুলিশ। সাধারণ মানুষের প্রতি পুলিশের বার্তা, “কোন অভিযোগ এলে পুলিশকে জানান, আইন হাতে তুলে নেবেন না।” যারা অন্যায় ভাবে আইন হাতে তুলে নেবেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে পুলিশ।

Related Articles