
The Truth of Bengal: শনিবার ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছিলেন এক যুবক। তারপর থেকে কেষ্টপুর খালে জোর তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে ১৯ ঘণ্টা তল্লাশির পর ওই যুবকের মৃতদেহ মিলেছে। পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম গৌতম মল্লিক, বয়স ৩৫।
স্থানীয় সূত্রের খবর, গৌতমের বাবা-মায়ের মৃত্যু হয়েছে আগেই। তাঁর কাকা জ্যাঠার বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা গৌতমকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। সেই থেকে কিছুটা মানসিক অবসাদেই ছিলেন তিনি। তাঁর রোজগারের একমাত্র ভরসা ছিল একটি মোটরবাইক। সেটিও কয়েকদিন আগে পুলিশ আটক করে। অবশেষে মানসিক স্থীতি ঠিক রাখতে না পেরে কেষ্টপুর উদয়নপল্লীর খাল থেকে ঝাঁপ দেন গৌতম।
পুলিশ সূত্রের খবর, রবিবার সকালে মৃতের বাড়িতে যায় বাগুইআটি থানার পুলিশ। সেখান থেকে একটি স্যুইসাইড নোট উদ্ধার হয়ে বলে দাবি পুলিশের। সেই চিঠিতে অবশ্য কাউকে অভিযুক্ত করা হয়নি। তবে প্রতিবেশীকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, বাইকটি রাখা রয়েছে বাগুইআটি থানায়। সেটা যেন বৈধ কাগজপত্র দেখিয়ে ছাড়িয়ে নিয়ে আসা হয়। মৃতের পরিবারের দাবি, গৌতম ডেলিভারির কাজ করতেন। কয়েকদিন আগেই পুলিশ তার বাইক আটক করে। পারিবারিক পরিস্থিতির কথা জানানোর পরেও, পুলিশ মোটারবাইকটিকে ছাড়েনি। অগত্যা মানসিক অবসাদ চূড়ান্ত আকার নেওয়ায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে মনে করা হচ্ছে।