কলকাতা
Big Breaking: আগামীকাল শুক্রবার আলিপুরে মনোনয়ন জমা দেবেন অভিষেক
Abhishek will submit his nomination in Alipore on Friday

The Truth of Bengal: আগামীকাল শুক্রবার মনোনয়ন জমা দেবেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মী-সমর্থকদের নিয়ে কালীঘাট থেকে আলিপুর ব্রিজ পার হয়ে যাবেন দক্ষিণ ২৪ জেলাশাসকের দফতরে। সেখানে তিনি মনোনয়ন জমা দেবেন। দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি মনোনয়ন জমা দেবেন। মনোনয়ন পর্ব শেষ করে নির্ধারিত রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন অভিষেক। আসানসোলে দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে একটি রোড-শো করবেন। আর্যকন্যা স্কুল মোড় থেকে সিটি বাস স্ট্যান্ড পর্যন্ত রোড-শো হবে।