
The Truth Of Bengal: আলিপুরদুয়ারের বাসিন্দা সাথি দত্ত নামে এক ৫৭ বছরের মহিলা ২মাসের অনবরত কাশি ,মাঝে মাঝে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজের চেষ্ট মেডিসিন বিভাগে ভর্তি হয়।
বুকের এক্সরে আর সিটিস্ক্যান করা হয় যার রিপোর্টে এটা ইনফেকশন কিংবা টিউমার হতে পারে বলে সন্দেহ করা হয়।রোগীর ব্রংকোস্কোপি প্ল্যান করা হয়। ব্রংকোস্কোপি করতে গিয়ে শ্বাসনালী থেকে সুপারির টুকরো বেরিয়ে আসে ।