কলকাতা

পুলিশের হাতে গোলাপ তুলে দিয়ে সকলের জন্য ভালবাসার বার্তা

A message of love for everyone by handing out roses to the police

Truth Of Bengal: শুক্রবার ছিল ভ্যালেন্টাইনস-ডে। ভালবাসার দিন। যে ভালবাসার মধ্যে কোন পাঁচিল নেই, নেই কোন বন্ধন। সকলের জন্য ভালবাসার বার্তা নিয়ে এই দিন শহরে পালিত হয় নানা কর্মসূচি। ভালোবাসা অন্তহীন, ভালোবাসা সবার জন্য ছড়িয়ে দিন। এই বক্তব্য এই ভালবাসার দিনে তুলে ধরল বিভিন্ন সংস্থা।

যেমন অ্যাসিড সারভাইভার দিয়ে কাজ করা সংস্থা সৃষ্টি ডান্স অ্যাকাডেমি। ভ্যালেন্টাইন্স-ডে উপলক্ষে তারা কর্তব্যরত পুলিশের হাতে তুলে দেয় গোলাপ। সংস্থার কর্ণধার শিক্ষিকা ইন্দ্রাণী গাঙ্গুলী বললেন, ‘এই বছর ভালবাসার দিনটা একটু অন্যরকম ভাবে পালন করলাম। ভ্যালেন্টাইন্স-ডে বা ভালবাসার দিন এই শব্দটা একটি ল্যাটিন শব্দ স্ট্রেন্থ অর্থাৎ শক্তি থেকে এসেছে। আর ভালবাসার দিনটা আমরা কী বুঝি!

এটা এমন একটা উৎসব যার মধ্যে দিয়ে আমরা বন্ধুত্ব, ভালবাসা সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব পালন করতে পারি। এই সমাজে আমাদের সকাল থেকে রাত্রি অবধি যারা ঝড়-বৃষ্টি-ঠান্ডা-গরম উপেক্ষা করে সব সময় আমাদের পাশে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছেন যেমন ধরুন পুলিশ কর্মীরা, পুলিশ কর্তারা আমাদের সারাক্ষণ এমন ভাবে একটা রক্ষাকবচ হিসেবে সমাজের স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে রয়েছেন।

তাদের হাতে সামান্য একটু ফুল আর স্মারক দিয়ে এই বছর ভালবাসার দিনটি পালন করা হল। এক মুঠো ভালোবাসা পেতে আমাদের অনেক রকমের অনেক ধরনের কষ্ট করতে হয়। ভালবাসাটা যদি সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দিতে পারলে সবাই ভালবাসতে শিখবে। সমাজের মূল স্রোতে যারা আসতে পারেনি, অ্যাসিড সারভাইভার এবং তৃতীয় লিঙ্গের মানুষের নিয়ে কাজ করে এই সংস্থা।

ভ্যালেন্টাইন্স-ডে’তে সকলের মধ্যে একটু ভালবাসার আনন্দ পৌঁছে দিতে তারা গ্রহণ করেছিল কর্মসূচি। বছরে ৩৬৫ দিন সাধারণ মানুষের নিরাপত্তায় নিজেদের নিয়োজিত রাখলেও বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়তে হয়। বিভিন্ন ক্ষেত্রে তাদের দিকে আঙুল ওঠে। সেই পুলিশকর্মীরা ভালোবাসা দিনে হাতে গোলাপ পেয়ে বেজায় খুশি।