কলকাতা
খাদ্যভবনে রিজার্ভ ফোর্সের ব্যারাকে গুলিবিদ্ধ এক কনস্টেবল
A constable was shot dead in the Reserve Force barracks

The Truth Of Bengal : কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের ডি কোম্পানিতে কর্মরত এক কনস্টেবল তপন পাল বুধবার সকালে খাদ্য ভবনে নিজের সার্ভিস গান থেকে গুলি করে আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, তপন পালের বয়স ছিল ৫৩ বছর। তিনি হরিণঘাটার বাসিন্দা ছিলেন। তিনি খাদ্য ভবনে কনস্টেবলের ব্যারাকে থাকতেন।
বুধবার সকালে হাই কোর্টে ডিউটির জন্য তিনি ব্যারাক থেকে বেরিয়েছিলেন। খাদ্য ভবনের ভেতরে তিনি নিজের সার্ভিস গান থেকে বুকে গুলি করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ তদন্ত করে জানতে পারে যে, তপন পাল স্নায়ু রোগে ভুগছিলেন। তিনি মানসিক অবসাদেও ভুগছিলেন।
এই কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তপন পালের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। তার পরিবারের সাথে কথা বলে তাদের পরামর্শ নেওয়া হচ্ছে।
FREE ACCESS