কলকাতামসনদের লড়াইরাজনীতি

lok sabha election 2024: কমিশনে যাবে তৃণমূলের ৫ সদস্য প্রতিনিধি দল, কার বিরুদ্ধে সোচ্চার তৃণমূল?

lok sabha election 2024: A 5-member delegation of Trinamool will go to the commission

The Truth of Bengal: দিলীপ ঘোষের পর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল। অভিজিৎ গাঙ্গুলী বিরুদ্ধে নালিশ জানাতে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল ডেরেক ও ব্রেন , শশী পাঁজা, দোলা সেন , সাকেত গোখলে এবং সাগরিকা ঘোষ যাবেন কমিশনে। দুপুর 1:15 দিল্লির নির্বাচন সদনে যাবে তৃণমূলের 5 সদস্য প্রতিনিধি দল।

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী বিরুদ্ধে মমতা  বন্দোপাধ্যায় র বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যাবহার করার অভিযোগে নালিশ জানাবে তারা।তার বক্তব্য আদর্শ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ জানাবে তৃণমূল রাজ্যের শাসকদলের অভিযোগ, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করেছেন হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী। তৃণমূলের দাবি, এটাই বিজেপির সংস্কৃতি। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করছেন তাদের প্রার্থী।

ফলে অভিজিতের প্রার্থীপদ খারিজ করার দাবি নিয়ে কমিশনে যাচ্ছে তৃণমূল। বৃহস্পতিবার একটি দীর্ঘ টুইট করে তৃণমূল। তারাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি সাক্ষাৎকারের একটি অংশ টুইট করেন। তাতেই তমলুকের বিজেপি প্রার্থীকে বলতে শোনা যায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে।” তাঁর এহেন মন্তব্যেই তীব্র আপত্তি তৃণমূলের। সমালোচনায় সরব হয়েছে তাঁরা।

Related Articles