কলকাতা

ঈদের মেলায় দুর্ঘটনা, ইলেকট্রিক নাগরদোলা ছিঁড়ে জখম ৪

4 injured in Eid fair accident

Truth Of Bengal: ফের নাগরদোলা ছিঁড়ে দুর্ঘটনা। এবার   হাওড়ায় ইলেকট্রিক নাগরদোলা ছিঁড়ে ঘটল দুর্ঘটনা। নাগরদোলা ছিঁড়ে পড়ে গিয়ে আহত ৪-৫ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত এক মহিলা ভর্তি রয়েছেন বাঁকড়ার এক নার্সিংহোমে।

ঈদ উপলক্ষে বাঁকড়া আঞ্জুমান মাঠে চলছে মেলা। সেই মেলাতেই দুর্ঘটনা ঘটে। হঠাৎ কী করে নাগরদোলার একাংশ ভেঙে পড়ল তা এখন স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেলা উপলক্ষ্যে গত কয়েকদিন ধরেই সন্ধ্যার দিকে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। শুক্রবার রাতেও মেলা চত্বরে ভিড় উপচে পড়া ছিল। সেইসময় আচমকাই ভেঙে পড়ে নাগরদোলার একাংশ। তাতে জখম হয়েছেন ৫ জন। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, প্রতিবছর ডোমজুড় বিধানসভার বাঁকড়া আঞ্জুমান মাঠে ঈদকে কেন্দ্র করে মেলা বসে। এখন চলছে সেই মেলা। কিন্তু আচমকাই ঘটল বিপত্তি।  তবে মর্মান্তিক ঘটনার পর মেলায় জয় রাইড বন্ধ করে দিয়েছে প্রশাসন।  বলা বাহুল্য এই প্রথম নয়। এরআগেও নাগরদোলা ছিঁড়ে ঘটে দুর্ঘটনা। এবার সেই ছায়া পড়ল বাঁকড়ায়।

Related Articles