বর্ষবরণের রাতে কড়া নিরাপত্তা, তিলোত্তমার যত্নে মোতায়েন আড়াই হাজার পুলিশ
2500 police will be deployed in Kolkata city for tight security on 31st night

The Truth Of Bengal : আর মাত্র কটা দিনের অপেক্ষা। তারপরেই বর্ষবরণ। প্রত্যেক বছরের মত এ বছরেও বর্ষবরণের রাতে তিলোত্তমাকে মুড়ে দেওয়া হবে কড়া নিরাপত্তার চাদরে। দুর্গাপূজা থেকে কালীপুজো বড়দিন সবেতে দক্ষতার সাথে ভিড় সামাল দিয়েছে কলকাতা পুলিশ। তেমনি বর্ষবরণের রাতেও জোরদার নিরাপত্তা নিয়ে হাজির থাকবে লালবাজার। সুখের খবর ৩১ ডিসেম্বর শহরে মোতায়ন করা হবে আড়াই হাজার পুলিশ কর্মীর। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি মোতায়েন থাকবে ২৪০০ পুলিশ কর্মী।
২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিন থেকেই শুরু হয়েছে পার্কস্ট্রিট চত্বরে মানুষের ঢল। ফলে বেশ কড়া নজরদারি রাখা হবে এবং পার্শ্ববর্তী এলাকায়। পুলিশের সংখ্যা সব থেকে বেশি থাকবে এই এলাকাতেই। ৩১ তারিখ রাত এবং পয়লা জানুয়ারি প্রাকৃত এলাকাকে ৬টি সেক্টরে ভাগ করা হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন দশ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা। তাদের অধীনে কাজ করবেন আরও বেশ কিছু ইন্সপেক্টর এবং সাব-ইন্সপেক্টররা। নজরদারির জন্য থাকবে তিনটে ওয়াচ টাওয়ার। সেসব থেকে কড়া নজরদারি চালাবে পুলিশ।
শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেমন ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, তারামণ্ডল, বিভিন্ন চার্জ সহ বেশ কিছু জায়গায় নজরদারির জন্য মোতায়ন করা হবে বাড়তি পুলিশ বাহিনী। প্রত্যেক জায়গাতেই থাকবেন একজন করে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। একই সাথে লালবাজারের কড়া নজরদারি থাকবে শহরের বিভিন্ন হোটেলেও। ছিনতাই, মোবাইল চুরি, শ্লীলতাহানির মত ঘটনা রুখতে রাতভর চলবে পেট্রোলিং। আকাশে ওড়ানো হবে ড্রোন। মহিলাদের বিশেষ নিরাপত্তার জন্য থাকবে কলকাতা পুলিশের উইনার্স টিম।
FREE ACCESS