বড়দিনে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার ১৫৭
157 people were arrested by the police on Christmas Day, arrested on the charge of driving under the influence of alcohol

Truth Of Bengal : বড়দিন মানেই ভিড়ে ঠাসা শহর কলকাতা। পার্কস্ট্রিট, বো ব্যারাক থেকে শুরু করে শহরের বিভিন্ন দর্শনীয় স্থান যেমন ভিক্টোরিয়া, ক্যাথিড্রাল চার্চ, আলিপুর জু, ইকো পার্ক সর্বত্রই দেখা যায় জনজোয়ার। আর এই জনজোয়ারের মাঝে চলেছে দেদার মদ্যপ পান, র্যাশ ড্রাইভিং, মধ্যপ পান করে গাড়ি চালানোর ঘটনা, ওভার স্পিডিং, হেলমেট না পড়ে গাড়ি চালানো, ভায়োলেশনের মতো ঘটনা।
চলতি বছর রাজ্য পুলিশের তৎপরতা সত্যি প্রশংসনীয়। পার্কস্ট্রিটে আসা আবহু দর্শকের কাছে পৌঁছে জানাতে পারা যায় যে এই বছর পুলিশি নিরাপত্তায় সন্তুষ্ট আম জনতা। আগে থেকেই বলা হচ্ছিল জঙ্গি প্রবেশের আবহে ও অস্ত্র উদ্ধারের আবহে অনেকের বলেন কলকাতা শহর নিরাপত্তা হিনতায় ভুগছে, তবে এই কুমন্তব্যকে একেবারে তুরি মেরে উড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ সহ রাজ্য পুলিশ। বড় দিনের আগেই প্রায় ৯ হাজারের মতো কেস দিয়েছে রাজ্য পুলিশ। আর এবার বড় দিনের রাতে মদ্যপ অবস্থায় থেকে গাড়ি চালানোর ঘটনায় একের পর এক কেস চাপিয়েছে কলকাতা পুলিশ।
চলতি বছর পার্কস্ট্রিটের উপরে ছিল পুলিশের বাড়তি সতর্কতা। যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আসলেই পুলিশ যাতে সামাল দিতে পারে তার জন্য পার্কস্ট্রিটকে ভাগ করে নেওয়া হয় একাধিক জোনে। প্রত্যেক জোনের দায়িত্বে থাকেন একজন করে ডিসি। তাদের নেতৃত্বে ছিলেন অ্যাসিসট্যান্ট কমিশনার। আর থেকেছে ইন্সপেক্টার পদমর্যাদার পুলিশ। জায়গায় জায়গায় ছিল ওয়াচ টাওয়ার। সেখান থেকে কড়া নজরদারি রাখছিলেন কর্তব্যরত পুলিশ। জানা গেছে রাস্তার বিভিন্ন প্রান্তে নজরদারি চালানো হয়েছে। যান চলাচলও নিয়ন্ত্রণে রাখে পুলিশ। আর রাস্তায় নজদারি চালানোর সময় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ১৫৭ জনকে গ্রেফতার করে পুলিশ।