কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ডোনা গাঙ্গুলী!

৫ ডিসেম্বর, মঙ্গলবাল থেকে শুরু হচ্ছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বলিউডের একাধিক তারকা। এই অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায় এবং ‘দীক্ষামঞ্জরী’-ছাত্রছাত্রীরা।
সারা বছর নানা ব্যস্ততার মাঝে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যানুষ্ঠান সব সময় দেখতে পারেন না তাঁরা স্বামী সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু এই বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুরোধে ডোনা এবং সৌরভ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সলমন খান, কমল হাসন, অনিল কপূর, মহেশ ভট্ট, শত্রুঘ্ন সিন্হা, সোনাক্ষী সিন্হা। অনুষ্ঠানে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, “আমি খুবই খুশি যে, আমার স্বামী সৌরভ এই বছর আমার নৃত্য পরিবেশনা দেখতে পারবেন। এটা আমার কাছে খুবই বিশেষ অনুভূতি।”