ইডেনে বিশ্বকাপের পাঁচ ম্যাচে ৯০ হাজার কেজি বর্জ্য! সেই বর্জ্য দিয়েই তৈরি হলো জার্সি ও বেঞ্চ

কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত বিশ্বকাপের পাঁচ ম্যাচে দর্শকদের ফেলে দেওয়া বর্জ্যের পরিমাণ চোখে পড়ার মতো। মাত্র পাঁচ ম্যাচেই ৯০ হাজার ৯৬ কেজি বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে চিপসের প্যাকেট, জলের বোতল, প্লাস্টিকের প্লেট ইত্যাদি রয়েছে।
এই বর্জ্য সংগ্রহের দায়িত্ব ছিল ‘ইউনাইটেড ওয়ে মুম্বই’ নামক একটি সংস্থার। তাদের ২৩ জন স্বেচ্ছাসেবক এই বর্জ্য সংগ্রহ করেন। এই বর্জ্য দিয়েই তারা পাঁচশো জার্সি এবং ১০টি বসার বেঞ্চ তৈরি করেছেন।
এই বর্জ্য সংগ্রহ এবং পুনর্ব্যবহারের জন্য আইসিসির সঙ্গে চুক্তি করেছে সংস্থাটি। সংস্থার কর্মীরা জানান, বর্জ্য সংগ্রহের পর প্রথমে সেগুলোকে পৃথক করা হয়। জলের বোতল, প্লাস্টিকের প্লেট, চিপসের প্যাকেট আলাদা করা হয়। তারপর এই বর্জ্যগুলো রিসাইকেল করে জার্সি এবং বসার বেঞ্চ তৈরি করা হয়।
কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে এই জার্সিগুলো তুলে দেওয়া হয়েছে। তিনি এই উদ্যোগকে প্রশংসা করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগের মাধ্যমে বর্জ্য কমানো সম্ভব হবে।