চাকরি

অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতরের কালচারাল রিসার্চ ইনস্টিটিউটে অধিকর্তা নিয়োগ

Job News

The Truth of Bengal,Mou basu: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতরের অধীনে কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের অধিকর্তা নিয়োগ করা হবে। পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট মারফত অনলাইনে আবেদন করতে হবে। শূন্যপদ একটিই। ২১ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: অ্যান্থ্রোপলজি/সমাজবিদ্যা/অর্থনীতি/রাষ্ট্রবিজ্ঞানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডক্টোরেট ডিগ্রি থাকতে হবে। পশ্চিমবঙ্গ বা পড়শি রাজ্যের তপশিলি জাতি ও উপজাতিদের সমস্যা নিয়ে ১০ বছরের পড়ানোর বা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। প্রশাসনিক কাজকর্ম সামলানোর অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর

বেতন: মাসে ৯৫,১০০ টাকা থেকে ১,৪৮,০০০ টাকা

লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের দিনক্ষণ পরে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট মারফত ঘোষণা করা হবে।

ডেবিট/ক্রেডিট কার্ড মারফত অনলাইনে ২১০ টাকা আবেদন মূল্য জমা দিতে হবে। তবে পশ্চিমবঙ্গের বাসিন্দা তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য আবেদন মূল্যে ৪০% ছাড় দেওয়া হবে। তবে অন্য রাজ্যের বাসিন্দা তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীরা এক্ষেত্রে কোনো ছাড় পাবেন না।

আবেদন মূল্য আর অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় রেজিষ্ট্রেশন বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ কম্পিউটার স্ক্রিনে ফুটে উঠবে। ওই স্লিপে ইউনিক রেজিষ্ট্রেশন নম্বর থাকবে তা যত্ন করে রেখে দিতে হবে

Related Articles