চাকরি

কলকাতা পুরনিগমে স্টাফ নার্স ও ফার্মাসিস্ট নিয়োগ

Recruitment of staff nurses and pharmacists

The Truth of Bengal,Mou Basu: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর আছে। কলকাতা পুরনিগমে স্টাফ নার্স ও ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হবে। ফার্মাসিস্ট পদে শূন্যপদ ১৯। স্টাফ নার্স পদে শূন্যপদ ৩৬। ২টি ক্ষেত্রেই অফলাইনে আবেদন করতে হবে ২২ ডিসেম্বরের মধ্যে। স্টাফ নার্স পদে মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে ও ফার্মাসিস্ট পদে চাকরির বেতন, মাসে ২২ হাজার টাকা। কলকাতা পুরনিগমের অফিশিয়াল ওয়েবসাইট “www.kmcgov.in” থেকে নির্দিষ্ট আবেদনপত্র ডাউনলোড করে নিয়ে তা পূরণ করে, সমস্ত নথিপত্র সমেত পাঠাতে হবে এই ঠিকানায়, “To, “Chief Municipal Health Officer/Secretary, Kolkata Municipal Corporation (CMO Bldg) 5, S.N Banerjee Road, Kolkata-700013, India” । অফলাইনে আবেদন নেওয়া শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে।

ফার্মাসিস্ট পদে চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
শিক্ষাগত যোগ্যতা: পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিল স্বীকৃত যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফার্মাসিতে ২ বছরের ডিপ্লোমা পাশ করতে হবে। ফার্মাসি কাউন্সিলের অধীনে “A” ক্যাটাগরি ফার্মাসিস্ট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়সসীমা: ২০২৩ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ মার্কশিট ও শংসাপত্র, চাকরির অভিজ্ঞতা সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
কীভাবে প্রার্থী বাছাই করা হবে: ডিফার্মা/বিফার্মা/এমফার্মা-র পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিক ভাবে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। তারপর সেই সব বাছাই করা চাকরিপ্রার্থীদের প্র্যাক্টিক্যাল পরীক্ষা ও কম্পিউটার পরীক্ষায় ডাকা হবে। (ডিফার্মা পরীক্ষায় মোট নম্বর ৬৫, বিফার্মা পরীক্ষায় মোট নম্বর ৭৫, এমফার্মা পরীক্ষায় মোট নম্বর ৮৫, কম্পিউটার পরীক্ষায় মোট নম্বর ১৫) অর্থাৎ মোট ১০০ নম্বরের পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।

স্টাফ নার্স পদে নিয়োগের চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
শিক্ষাগত যোগ্যতা: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিএনএম ট্রেনিং কোর্স/বিএসসি নার্সিং কোর্স পাশ করতে হবে। পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা নাম নথিভুক্ত করতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: ২০২৩ সালের ১ জানুয়ারি অনুযায়ী বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
কীভাবে প্রার্থী বাছাই করা হবে: ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। ৪০% নম্বর জিএনএম/বিএসসি নার্সিং পরীক্ষায় প্রাপ্ত নম্বরের জন্য নির্দিষ্ট আর ৬০% নম্বর ইন্টারভিউয়ের জন্য নির্দিষ্ট।

Related Articles