আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত
Recruitment of staff at RGKar Medical College Hospital, how to apply? Know the details

Truth Of Bengal: বেশ কয়েক মাস ধরে একটানা নানান বিতর্ক ঘিরে ধরেছিল কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে। সেই হাসপাতালেই এবার চাকরির সুযোগ তৈরি হয়েছে। আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্টাইপেন্ডের বিনিময় হাউজ স্টাফ নিয়োগ করা হবে। ২০১৮-১৯ রেগুলার এমবিবিএস ব্যাচের ইন্টার্নদের থেকে হাউজ স্টাফ নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৮৪।
মেরিট কাম প্রেফারেন্সের ভিত্তিতে নিয়োগ হবে। মার্কশিটের অ্যাটেস্টেড করা প্রতিলিপি ও প্রয়োজনীয় নথিপত্র ৭ জানুয়ারি বিকেল ৪টের মধ্যে স্টুডেন্টস ডিপার্টমেন্টে জমা দিতে হবে মেরিট স্কোর জানতে। মার্কশিটের জেরক্স কপি, কলেজে কোনো পুরস্কার পেলে তার তথ্য জানাতে হবে। বাছাই করা যোগ্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে হাসপাতালের পিজিবি বিল্ডিংয়ের ২ নম্বর লেকচার থিয়েটার হলে ১৪ জানুয়ারি বেলা ১২টা থেকে। ২০২৩ সালের থার্ড প্রফেশনাল এমবিবিএস পার্ট টু পরীক্ষা শেষ করেছেন এমন চাকরিপ্রার্থীরা আবেদনের যোগ্য। ২০২৩ সালের ২ মে থেকে ২০২৪ সালের ১ মে’র মধ্যে ইন্টার্নিশিপ শেষ করতে হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, জেনারেল মেডিসিনে ১১, কার্ডিওলজিতে ২, অর্থোপেডিক্সে ৪, কার্ডিওথোরাসিক সার্জারিতে ৩, চেস্ট মেডিসিনে ২, ট্রমা কেয়ার সেন্টারে ১১, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহাবিলিটেশনে ১, সাইকিয়াট্রিতে ৩, ডার্মাটোলজিতে ২, নিউরো মেডিসিনে ৪, অ্যানেসথেজিওলজিতে ৩, প্লাস্টিক সার্জারিতে ৩, ইউরো সার্জারিতে ২, নিউরো সার্জারিতে ৩, পেডিয়াট্রিক সার্জারিতে ৪, ইএনটিতে ১, পেডিয়াট্রিক্স মেডিসিনে ৪, গ্যাস্ট্রোএন্টেরোলজিতে ৪, জেনারেল এমারজেন্সিতে ৭, রেডিওলজি বিভাগে শূন্যপদ ১টি। অফলাইনে আবেদন করতে হবে। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টুডেন্টস সেকশন থেকে আবেদনপত্র মিলবে।