
The Truth of Bengal,Mou Basu: পাহাড়ের রানি দার্জিলিংয়ের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের স্বাস্থ্য দফতর দার্জিলিংয়ের জন্য ৩৯টি শূন্যপদে মেডিক্যাল অফিসার নিয়োগ করবে। আগ্রহী চাকরিপ্রার্থীদের পূর্ণাঙ্গ আবেদনপত্র পাঠাতে হবে ১৭ জানুয়ারির মধ্যে এই ঠিকানায়–“Sukna Hospital (BPHC), Thana Line, P.O Sukna, PIN-734009, District-Darjeeling”। খামের ওপর বড়ো বড়ো অক্ষরে লিখতে হবে “Application for the post of—-“।
চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ৫, পার্ট টাইম স্পেশ্যালিস্ট (মেডিসিন) পদে শূন্যপদ ২, পার্ট টাইম স্পেশ্যালিস্ট (শিশুরোগ বিশেষজ্ঞ) পদে শূন্যপদ ২, পার্ট টাইম স্পেশ্যালিস্ট (স্ত্রীরোগ বিশেষজ্ঞ) পদে শূন্যপদ ২, পার্ট টাইম স্পেশ্যালিস্ট (চক্ষুরোগ বিশেষজ্ঞ) পদে শূন্যপদ ২, স্টাফ নার্স পলিক্লিনিক পদে শূন্যপদ ১, এএনএম (কমিউনিটি হেল্থ অ্যাসিসট্যান্ট) ফর ইউএনডব্লিউসি পদে শূন্যপদ ৭, এএনএম (কমিউনিটি হেল্থ অ্যাসিসট্যান্ট) ফর ইউপিএইচসি পদে শূন্যপদ ১৩, মেডিক্যাল অফিসার (পূর্ণ সময়) পদে শূন্যপদ ৫।
মেডিক্যাল অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমসিআই স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি পাশ করতে হবে। ১ বছরের ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিষ্ট্রেশন থাকতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৬২ বছরের মধ্যে।
পার্ট টাইম স্পেশ্যালিস্ট (মেডিসিন/স্ত্রীরোগ বিশেষজ্ঞ/শিশুরোগ বিশেষজ্ঞ/চক্ষুরোগ বিশেষজ্ঞ) পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে এমসিআই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি পাশ করতে হবে। মেডিসিনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিএনবি/ ডিপ্লোমা ইন অপথ্যালমোলজি/ডিপ্লোমা ইন গাইনোকলজি অ্যান্ড অবস্টেট্রিক্স
থাকা বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিষ্ট্রেশন থাকতে হবে। সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৬২ বছরের মধ্যে।
স্টাফ নার্স পলিক্লিনিক পদে আবেদনের জন্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিএনএম ট্রেনিং কোর্স করা বাধ্যতামূলক অথবা নার্সিং কোর্সে বিএসসি করা থাকতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছরের মধ্যে।
এএনএম (কমিউনিটি হেল্থ অ্যাসিসট্যান্ট) পদে আবেদনের জন্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিএনএম/এএনএম কোর্স পাশ করতে হবে। দার্জিলিংয়ের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক। নেপালি/বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।