
The Truth pf Bengal,Mou Basu: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উত্তরবঙ্গের কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হাউজস্টাফশিপের জন্য জুনিয়র রেসিডেন্ট ডাক্তার নিয়োগ করা হবে। চেস্ট মেডিসিন, শিশুরোগ, জেনারেল সার্জারি, স্ত্রীরোগ ও অর্থোপেডিক বিভাগে হাউজস্টাফ নিয়োগ করা হবে।
চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে ৬ মাসের জন্য নিয়োগ করা হবে তবে কাজের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে পরে নিয়োগের মেয়াদ বাড়ানো হবে। ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে—‘—‘https://forms.gle/4JQ3ebgyruTbzErG6’।
আবেদনকারীর এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। ফ্রেশ ক্যান্ডিডেট যারা এবছরই ইন্টার্নশিপ শেষ করেছে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছরের মধ্যে।
আবেদনপত্রের সঙ্গে যে সব নথিপত্র আপলোড করতে হবে তা হল–
বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার শংসাপত্র, এমবিবিএস ডিগ্রি পরীক্ষার সমস্ত মার্কশিট, সাম্মানিক বা স্বর্ণপদকের কোনো প্রমাণ, ইন্টার্নশিপ শেষ হয়েছে সে সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র, WBMC বা MCI প্রদত্ত প্রভিশনাল রেজিষ্ট্রেশন শংসাপত্র/স্থায়ী মেডিক্যাল রেজিষ্ট্রেশন শংসাপত্র/স্টেট মেডিক্যাল কাউন্সিলের স্থায়ী রেজিষ্ট্রেশনের জন্য আবেদনের প্রমাণ।
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৮ নভেম্বর। কাউন্সেলিং হবে ৩০ নভেম্বর বেলা ১টা থেকে। সকাল ১১টার মধ্যে হাজির হতে হবে চাকরিপ্রার্থীদের কোচবিহারে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দফতরে। ১ ডিসেম্বর থেকে কাজে যোগদান। নথিপত্র যাচাইয়ের পর বাছাই করা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। কাউন্সেলিংয়ের সময় সমস্ত আসল নথিপত্র, সেলফ অ্যাটেস্টেড করা নথিপত্র ও ২ কপি নিজের সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে।