উত্তরবঙ্গের জেলায় স্বাস্থ্যকর্মী নিয়োগ, জানুন বিস্তারিত
Recruitment of health workers in North Bengal district, know details

Truth Of Bengal: শিলিগুড়ির চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বেশ কয়েকটি শূন্যপদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট পদে মোট ৩৭টি শূন্যপদে নিয়োগ করা হবে।
চাকরিপ্রার্থীরা প্রতি মাসে ১৩০০০/- টাকা বেতন পাবেন। চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, মোট শূন্যপদ— ৩৭ টি। (অসংরক্ষিত ১৬ টি, তপশিলি জাতি – ১৫ টি, তপশিলি উপজাতি- ৬ টি।)। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ANM/GNM নার্সিং কোর্স করা থাকলে আবেদন করা যাবে।
এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হবে। প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ২০ সেপ্টেম্বরের মধ্যে এই ঠিকানায়-
“To The Chief Medical Officer of Health & The Secretary, DH&FWS, Siliguri, Darjeeling” আবেদনপত্র প্রয়োজনীয় নথিপত্র সমেত পাঠাতে হবে।