চাকরি

রাজ্য বিদ্যুৎ পর্ষদে গ্র্যাজুয়েট টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস নিয়োগ

State Electricity Board Recruitment

The Truth of Bengal, Mou Basu: রাজ্য বিদ্যুৎ পর্ষদ গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান হিসাবে অ্যাপ্রেনটিস নিয়োগ করবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর ইনস্ট্রুমেন্টেশন/ইলেকট্রনিকস ও মাইনিং বিভাগে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের অ্যাপ্রেনটিস হিসাবে নিয়োগ করা হবে। মেকানিক্যাল বিভাগে শূন্যপদ ১২, ইলেকট্রিক্যাল বিভাগে ১০, ইনস্ট্রুমেন্টেশন বিভাগে ৫ আর মাইনিং বিভাগে শূন্যপদ ৩। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এআইসিটিই স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ও মাইনিং নিয়ে ৪ বছরের পূর্ণ সময়ের গ্র্যাজুয়েট ডিগ্রি।

গ্র্যাজুয়েট ছাড়াও ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারীদেরও টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস হিসাবে নিয়োগ করা হবে। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে মেকানিক্যাল বিভাগের শূন্যপদ ১৩, ইলেকট্রিক্যাল বিভাগে শূন্যপদ ১০ আর ইনস্ট্রুমেন্টেশন/ইলেকট্রনিকস বিভাগের শূন্যপদ ৭। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন বা এআইসিটিই দ্বারা স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ইন্সট্রুমেন্টেশনে ৩ বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা। ২০২০,২০২১ ও ২০২২ সালে ইঞ্জিনিয়ারিং স্নাতক বা ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন।

আবেদনকারীকে National Apprenticeship Training Scheme (NATC) portal (www.mhrdnats.gov.in) নাম নথিভুক্ত করতে হবে। আগে অ্যাপ্রেনটিসশিপ করেছেন এমন চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন না।

বয়সসীমা: ২০২৩ সালের ১ জুলাই অনুযায়ী ডিপ্লোমাধারীদের বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে। ইঞ্জিনিয়ারিং স্নাতকদের জন্য বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।

অ্যাপ্রেনটিসশিপের মেয়াদ ১২ মাসের।

প্রশিক্ষণকালে যুবক-যুবতীরা ভাতা পাবেন মাসে (স্নাতকরা ৯ হাজার আর ডিপ্লোমাধারীরা ৮ হাজার টাকা)। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে টাকা। থাকার বন্দোবস্ত করবে রাজ্য বিদ্যুৎ পর্ষদ। শিক্ষানবিশরা বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে খাবার খেতে পারেন।

কোন কোন নথিপত্র লাগবে-

আবেদনপত্র ঠিকমতো পূরণ করতে হবে। ২ কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি। NATS পোর্টালে নাম নথিভুক্ত করার পর যে এনরোলমেন্ট নম্বর দেওয়া হবে সেই নম্বর দিতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সাটিফিকেট, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ডের সেলফ অ্যাটেস্টেড কপি। ডিগ্রি বা ডিপ্লোমার মার্কশিট ও শংসাপত্রের সেলফ অ্যাটেস্টেড কপি।

কীভাবে আবেদন করতে হবে?

রাজ্য বিদ্যুৎ পর্ষদের ওয়েবসাইট “wbpdcl.co.in” মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। NATS পোর্টালে নাম নথিভুক্ত করার পর প্রাপ্ত নম্বর, ইমেইল আইডি, মোবাইল নম্বর আর সাম্প্রতিক একটি পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করা ও নিজের স্ক্যান করা সই লাগবে।

ছবি আর সই অস্পষ্ট থাকলে আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। তপশিলি জাতি ও উপজাতি শংসাপত্র জমা দিতে হবে। মার্কশিট ও শংসাপত্রে নাম যেভাবে আছে সেভাবে লিখতে হবে। ইন্টারভিউয়ের সময় প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখতে হবে। ১ থেকে ২১ আগস্টের মধ্যে রাজ্য বিদ্যুৎ পর্ষদের ওয়েবসাইট মারফত অনলাইনে আবেদন করতে হবে। ইন্টারভিউয়ের তথ্য, কল লেটার ইত্যাদি ইমেইল মারফত পাঠানো হবে।

Related Articles