সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
Recruitment for various positions at St. Xavier's University, how to apply?

Truth Of Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে ইংরেজি, বাণিজ্য, ম্যানেজমেন্ট, আইন, স্ট্যাটিসটিক্স, মাস কমিউনিকেশন বিভাগে অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও উপাচার্যর সেক্রেটারি ও পার্সোনাল অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হবে। ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ২২ এপ্রিলের মধ্যে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্রর হার্ড কপি ডাকযোগে পাঠাতে হবে। “The Registrar, St. Xavier’s University, Kolkata, Premises No. IIIB-1, Action Area IIIB, New Town, Kolkata-700160” এই ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র।
বাছাই করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। ক্যাম্পাসে ইন্টারভিউ নেওয়া হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, সহকারী অধ্যাপক পদে আবেদনের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। অধ্যাপক পদে আবেদনের জন্য বয়সসীমা ৫৫ বছরের মধ্যে। উপাচার্যের সেক্রেটারি পদে আবেদনের জন্য ৩৫-৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে। পার্সোনাল অ্যাসিসট্যান্ট পদে আবেদনের জন্য বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে।
মাসে বেতন মিলবে ৫৭,৭০০-১,৪৪,২০০ টাকা। প্রোবেশনের পিরিয়ড ২ বছর। জেভিয়ার বিজনেস স্কুলে সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য ফিনান্স, বিজনেস অ্যানালিটিক্স বিষয় জ্ঞান থাকতে হবে। ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল স্টাডিজে ইংরেজি অধ্যাপক ও ইংরেজি আর মাস কমিউনিকেশন বিভাগে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ করা হবে। জেভিয়ার ল’স্কুলে আইন বিভাগে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ করা হবে। ফ্যাকাল্টি অফ কমার্সে বাণিজ্য বিভাগে অধ্যাপক পদে নিয়োগ করা হবে। ম্যানেজমেন্ট বিভাগে বাণিজ্যে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ করা হবে। ফ্যাকাল্টি অফ সায়েন্সে স্ট্যাটিসটিক্সের সহকারী অধ্যাপক পদে নিয়োগ করা হবে। উপাচার্যর সেক্রেটারি ও পার্সোনাল অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হবে।