উত্তর ২৪ পরগনা জেলা আদালতে স্টেনোগ্রাফার পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন
Recruitment for the post of Stenographer in North 24 Parganas District Court, how to apply

Truth Of Bengal :
মৌ বসু
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উত্তর ২৪ পরগনা জেলা বিচারক আদালত, বারাসাতে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড-৩ পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৯। প্রথমে অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরি। পরে কাজের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে স্থায়ী করা হবে। ২ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বিশদ তথ্যের জন্য নজর রাখুন অফিশিয়াল ওয়েবসাইট (www.north24parganas.dcourts.gov.in) এর দিকে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ইংলিশ স্টেনোগ্রাফার পদে মাসে বেতন মিলবে লেভেল ১০( ৩২,১০০-৮২,৯০০) টাকা। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। শর্টহ্যান্ডে মিনিটে ১০০ শব্দ আর ইংরেজি টাইপিংয়ে মিনিটে ৩০টি শব্দ টাইপ করার স্পিড থাকতে হবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার জ্ঞান ও শংসাপত্র থাকতে হবে। বয়স হতে হবে ১৮-৩২ বছরের মধ্যে।
কীভাবে করবেন আবেদন
২ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এই লিঙ্কের ( https://www.n24pgscourtrecruit.in) এর মাধ্যমে। প্রয়োজনীয় নথিপত্র, ছবি, সই স্ক্যান করে আপলোড করতে হবে। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি ও উপজাতি ও আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য ৫০০ টাকা করে আর বাকি সব চাকরিপ্রার্থীদের জন্য ১ হাজার টাকা করে আবেদনমূল্য জমা দিতে হবে। লিখিত পরীক্ষা, শর্টহ্যান্ড, টাইপিং টেস্ট আর পার্সোনালিটি পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।