চাকরি

পুরসভায় পাবলিক হেলথ ম্যানেজার নিয়োগ, অনলাইনে আবেদন প্রক্রিয়া

Job News

The Truth of Bengal,Mou Basu: দেবীপক্ষের মধ্যে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর ন্যাশনাল আরবান হেল্থ মিশনের অধীনে রাজ্যের যে কোনো পুরসভা বা পৌর নিগমে পাবলিক হেল্থ ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে। শূন্যপদ ৩২টি। এরমধ্যে ৯টি পদ তপশিলি জাতি ও ৮টি পদ তপশিলি উপজাতি, ওবিসি-এ চাকরিপ্রার্থীদের জন্য ১০টি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য ৫টি পদ সংরক্ষিত। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর মধ্যরাত পর্যন্ত স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট মারফত নির্দিষ্ট ফরম্যাটে অনলাইনে আবেদন করা যাবে। একমাত্র অনলাইনে আবেদনই গ্রাহ্য। অসম্পূর্ণ আবেদন বাতিল করা হবে। ৫০ টাকা করে আবেদনমূল্য অনলাইনে অবশ্যই জমা দিতে হবে।

বেতন: চুক্তিভিত্তিক চাকরি। মাসে মাইনে ৩৫ হাজার টাকা করে। ন্যাশনাল হেল্থ মিশনের নিয়ম অনুযায়ী ভাতাও মিলবে।

রাজ্যের যে কোনো পুরসভা বা পৌর নিগমে পোস্টিং হবে।

শিক্ষাগত যোগ্যতা: ডেন্টাল /নার্সিং শাখায় স্নাতক। বোটানি/জ্যুলজি/হিউম্যান ফিজিওলজি/মাইক্রো বায়োলজি/বায়ো কেমিস্ট্রি, বায়ো টেকনোলজি/বায়ো ইনফর্মেটিক্স/অর্থনীতিতে স্নাতকোত্তর অথবা সমাজবিজ্ঞানে স্নাতক বা পাবলিক হেল্থ/কমিউনিটি হেল্থ/প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা যে কোনো শাখায় স্নাতক, সঙ্গে মানবসম্পদ/হেল্থ কেয়ারে এমবিএ ডিগ্রি। এমএস অফিস ও ইন্টারনেট ব্যবহার -সহ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

হেল্থ প্রোগ্রাম ম্যানেজমেন্টে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সের সময়সীমা: ২০২৩ সালের ১ জানুয়ারির নিরিখে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

কীভাবে বাছাই করা হবে-শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য দক্ষতার জন্য সর্বমোট ৭৫ নম্বর ধরা হয়েছে। কম্পিউটার পরীক্ষার জন্য ১৫ নম্বর ও অভিজ্ঞতার জন্য ১০ নম্বর ধার্য করা হয়েছে। কম্পিউটার পরীক্ষার জন্য ন্যূনতম ৫০% নম্বর পেলেই প্রার্থী বাছাই করা হবে। প্রয়োজনীয় দক্ষতা, অভিজ্ঞতা ও কম্পিউটার পরীক্ষার নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।

অনলাইনে আবেদন করার সময় সঠিক সই ও ছবি আপলোড করতে হবে। এমবিএ ডিগ্রি থাকলে মার্কশিট ও শংসাপত্র লাগবে। ওবিসি চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট জাতিগত শংসাপত্র দেখাতে হবে।

“http://hr.wbhealth.gov.in:8888/index.aspx”>” Application Print” লিঙ্কে ক্লিক করে অনলাইন রেজিষ্ট্রেশন ফর্মের হার্ড কপি /প্রিন্ট আউট নিতে হবে। আসল নথিপত্র যাচাইয়ের সময় রেজিষ্ট্রেশন ফর্ম ছাড়া আবেদনপত্র গ্রাহ্য হবে না। অনলাইন রেজিষ্ট্রেশন নম্বর ভালো করে রাখতে হবে।

১২ নভেম্বর মধ্যরাতের মধ্যে নেট ব্যাঙ্কিং/ডেবিট/ ক্রেডিট কার্ড মারফত অনলাইনে আবেদন মূল্য জমা দিতে হবে। প্রয়োজনীয় বিস্তারিত তথ্যের জন্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট “www.wbhealth.com” –এর দিকে লক্ষ্য রাখতে হবে।