মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৮ শূন্যপদে নিয়োগ
Maldah Medical College and Hospital Recruitment 8 vacancies

The Truth of Bengal : রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উত্তরবঙ্গের মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চাকরির সুযোগ আছে। মালদহ মেডিক্যাল কলেজে ৮টি শূন্যপদে সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক নিয়োগ করা হবে। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, অ্যানেসথেজিওলজি বিভাগে ২টি করে শূন্যপদ আর জেনারেল মেডিসিন ও রেডিওলজি বিভাগে একটি করে শূন্যপদ রয়েছে। সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক পদে আবেদনের জন্য আবেদনকারীকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, পিজি ডিগ্রি বা ডিপ্লোমা বা ডিএনবি থাকতে হবে। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।
আগামী ২১ আগস্ট দুপুর ২টো থেকে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে মালদহর ইংরেজ বাজারে, সিংহতলায় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষর দফতরে। তবে নথিপত্র যাচাই শুরু হবে ১১টা থেকে আর চলবে সাড়ে ১২টা পর্যন্ত। ইন্টারভিউয়ের সময় সমস্ত আসল নথিপত্র নিয়ে আসতে হবে। পাশাপাশি, এক সেট করে সেলফ অ্যাটেস্টেড করা নথিপত্রর প্রতিলিপি আনতে হবে। সমস্ত প্রয়োজনীয় পরীক্ষার মার্কশিট ও শংসাপত্র, এমবিবিএস বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির শংসাপত্র আনতে হবে। সঙ্গে রাখতে হবে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিষ্ট্রেশন শংসাপত্রও।