জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হচ্ছে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে
Junior Research Fellow recruitment in Panchanan Burma University, Cooch Behar

The Truth Of Bengal : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। ৩ বছরের জন্য জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। পুরোপুরি চুক্তিভিত্তিক চাকরি। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ৩১ জানুয়ারি বেলা ১টা থেকে ইন্টারভিউ চলবে। ১টি শূন্যপদ। আগ্রহী চাকরিপ্রার্থীদের আবেদনপত্র পাঠাতে হবে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হৃষীরাজ কাইরির কাছে। ৩০ জানুয়ারির মধ্যে ইমেইল পাঠাতে হবে এই ঠিকানায়—“[email protected]”। ইমেইলে সাবজেক্ট লাইনে লিখতে হবে–‘JRF-SERB 2024’।
চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
১) সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে গণিতে এমএসসি। এমএসসি/এমএসসি টেক চাকরিপ্রার্থীদের ন্যূনতম ৬০% নম্বর নিয়ে পাশ করতে হবে। নেট/গেট পরীক্ষা পাশ করতে হবে।
২) ফ্লুইড মেকানিক্স নিয়ে জ্ঞান থাকলে সেই চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩) বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সরকারি নিয়মে তপশিলি জাতি/উপজাতি/ওবিসি/শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় মিলবে।
৪) প্রথম ২ বছর ফেলোশিপ বাবদ মাসে বেতন মিলবে ৩১ হাজার টাকা। বাড়ি ভাড়া বাবদ টাকাও মিলবে। শেষ বছর মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা।
৫) ফেলোশিপের মেয়াদ ৩ বছরের।
৬) ৩১ জানুয়ারি বেলা ১টায় কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধানের ঘরে ইন্টারভিউ হবে।
৭) ইন্টারভিউয়ের সময় চাকরিপ্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র, শংসাপত্র, মার্কশিটের আসল ও সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি, ২টি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিতে হবে।
FREE ACCESS