চাকরি

আধা সামরিক বাহিনীতে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন

Job opportunities in paramilitary forces, how to apply

Truth Of Bengal: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের আধা সামরিক বাহিনী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফে ৪০৩ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পদের নাম হেড কনস্টেবল। ৬ জুনের মধ্যে আবেদন করতে হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে।

ন্যাশনাল লেভেল বা জাতীয় স্তরে বিভিন্ন খেলার সার্টিফিকেট থাকতে হবে। এক্ষেত্রে স্পোর্টস কোটার পুরুষ ও মহিলা চাকরিপ্রার্থীদের নির্বিশেষে নিয়োগ করা হবে। তাইকুন্ডু, ক্যারাটে, ফুটবল, আর্চারি, হ্যান্ডবল বা সমতুল্য একাধিক খেলার সঙ্গে যুক্ত চাকরিপ্রার্থীদের আবেদন করতে পারবেন। ১৮ বছরের ঊর্ধ্বে আবেদন করতে হবে। কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের চতুর্থ বেতনক্রমে মাসে ২৫,৫০০-৮১,১০০ টাকা বেতন মিলবে।

কীভাবে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের

প্রফিশিয়েন্সি টেস্ট, শারীরিক পরীক্ষা, নথিপত্র যাচাই করা হবে চাকরিপ্রার্থীদের। ৬ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট (https://cis-frectt.cisf.gov.in) মারফত। প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।

Related Articles